প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/ স্নাতক ভর্তি পরীক্ষা ২০২১-২২
আবেদন সংক্রান্ত বিশেষ নির্দেশাবলী
ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত ফি (হলের ফি সহ) পরিশোধ করতে হবে।
  • (ক) Unit-A এর জন্য ফি ৫২০২/- টাকা।
  • (খ) Unit-B এর জন্য ফি ৫২০২/- টাকা।
  • (গ) Unit-C এর জন্য ফি ৫৩৩০/- টাকা।
ইউনিট অফিসে উপস্থিত হওয়ার পূর্বেই সংশ্লিষ্ট উক্ত ফি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রদান করতে হবে।
অনলাইনে ভর্তি ফরম পূরনের জন্য নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষনীয়-
  • (ক) HSC ও SSC বা সমমান পরীক্ষার Roll, Board, Year সঠিকভাবে প্রদান করতে হবে।
  • (খ) রক্তের গ্রুপ (Blood Group) অবশ্যই জানা থাকতে হবে।
  • (গ) সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।
কোন শিক্ষার্থীর আপন ভাই/বোনের কোন হলে আবাসিকতা থাকলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সকল প্রমাণসহ ২৫/১০/২০২২ তারিখের মধ্যে "পরিচালক, আইসিটি সেন্টার, রাবি" বরাবর দরখাস্ত করতে হবে।